কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

ভিক্টোরিয়া কলেজে বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নানা আয়োজনের মধ্যদিয়ে এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আটাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান’।

সোমবার (২৭ অক্টোবর) কলেজের ডিগ্রি শাখা প্রাঙ্গণে কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় জোন–২ বাঁধনের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিটের প্রধান উপদেষ্টা অর্থনীতি বিভাগের প্রফেসর মো. আবদুল আজিজ এবং উপদেষ্টা হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনির হোসেন।

বাঁধন কুভিক ইউনিট ২০২৫ কার্যকরী পরিষদের সভাপতি হাবিবুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক মাহমুদা খানমসহ সকল কমিটি সদস্য ও নিয়মিত সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৯ অক্টোবর কলেজের উচ্চমাধ্যমিক শাখায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে ১৬৭ জন শিক্ষার্থীকে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে সংগঠনটি “রক্তই হোক আত্মার বাঁধন” মূলমন্ত্রের ধারায় সারাদেশে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে প্রথমবার বাঁধনের কার্যক্রম শুরু হয় ভিক্টোরিয়া কলেজ থেকেই। প্রতিবছর বাঁধন ভিক্টোরিয়া কলেজ ইউনিট প্রতিবছর এক হাজারেরও বেশি রক্তদাতা সংগ্রহ করে থাকে।

আরও পড়ুন