কুমিল্লা
শুক্রবার,১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ কার্তিক, ১৪৩২ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লা বোর্ডে ফল পরিবর্তন আবেদন ২৭ হাজার শিক্ষার্থীর

কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর এক চতুর্থাংশেরও বেশি। এর মধ্যে ১৮ হাজার ৮শত ৮০ পরীক্ষার্থী ‘ফেল থেকে পাশ’ করার জন্য আবারো ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এছাড়া আলাদা আলাদা বিষয়ের জন্য এসব শিক্ষার্থীদের মোট ৯৪ হাজার ৬টি পেপারে আবেদন জমা পড়েছে।

এর মধ্যে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে ফল পুণঃনিরীক্ষণের জন্য। ১৬ হাজার ১ শত ১ জন শিক্ষার্থী শুধু ইংরেজি বিষয়ে ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফল পুণঃনিরীক্ষণের আবেদন গ্রহন করা হয়। পুণঃনিরীক্ষণের পর আগামী ১৬ নভেম্বর ফল প্রকাশ করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক নতুন কুমিল্লাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ড সূত্র মতে, এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৪৮ দশমিক ৮৬শতাংশ। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন বলেন, এবছর ইংরেজি ও উচ্চতর গণিতে ফলাফল খারাপ হয়েছে। প্রায় ৩৫শতাংশ পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। ফলাফল খারাপ হলেও এটিই কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলের বাস্তব চিত্র বলে জানান তিনি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, আমরা এখনো ফলাফল নিয়ে পর্যালোচনা করছি। যেসব প্রতিষ্ঠানগুলো বেশি খারাপ করেছে আমরা তাদের নিয়ে আলাদা করে বসবো। এছাড়া যেসব বিষয়ে শিক্ষার্থীরা বেশি খারাপ করেছে সেগুলোও নিয়ে আলাদা করে আলাচনা করা হবে। আমরা আশা করছি, সমন্বিত ভাবে একটি প্রক্রিয়ার মধ্য থেকে ভালো ফলাফলের দিকে যেতে পারবো।

আরও পড়ুন