কুমিল্লা
শনিবার,১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭
শিরোনাম:
মেয়েকে শেষবার দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন আফ্রিকা প্রবাসী বাবা ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার `বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে’ কুমিল্লা-৬ আসেনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ চান্দিনায় ‘মা’কে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ শচীন দেববর্মনের জন্মভিটায় দুই দিনের মেলা, দাবি পূর্ণাঙ্গ কমপ্লেক্সের কুমিল্লা নগরে চোরের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা নোয়াখালীর শাওন ও চট্টগ্রামের মুরাদের ব্যতিক্রমী পদযাত্রা

কুমিল্লা নগরীতে চাঁদা দিতে যুবকের ‘না’, তুলে নিয়ে পেটানোর অভিযোগে গ্রেফতার ২

গ্রেফতার বিশাল ও শান। ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লা নগরীতে চাঁদা না দেওয়ায় এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, নগরীর চর্থা এলাকার লোকমানের ছেলে শান (২৫) ও একই এলাকার রতনের ছেলে বিশাল (২৫)।

র‌্যাব জানায়, নগরীর দক্ষিণ চর্থা এলকায় নির্মাণাধীন একটি বাড়িতে গিয়ে গ্রেফতার দুইজনসহ কয়েকজন যুবক চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির মালিক আলী হোসাইনকে তুলে নিয়ে অপর একটি নির্মাণাধীন বাড়ির ভেতর আটককে রেখে নির্যাতন করা হয়। এতে আলী হোসাইনের হাত ভেঙে যায়। পরে এ ঘটনায় গত ১৯ অক্টোবর আলী হোসাইন বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন। এরপর র‌্যাব অভিযানে নেমে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ইপিজেড এলাকা থেকে শান ও বিশালকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৮টায় দুইজনকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তত করা হয়।

আহত আলী হোসাইন বলেন, বেশ কিছুদিন ধরে তারা আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শান ও বিশালসহ ৪-৫ জন আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চর্থা থিরাপুকুর পাড় এলাকায় নির্মণাধীন একটি বাড়িতে আটকে রাখে। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আমার হাত ভেঙে দেয়। এক পর্যায় হত্যার ভয় দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। বর্তমানে আমি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। বাকি চাঁদাবাজদের গ্রেপ্তারসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম নতুন কুমিল্লাকে বলেন, গ্রেফতার বিশালের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও ভাঙচুরসহ মোট ১০টি মামলা রয়েছে। এ ছাড়া শানের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, ছিনতাইসহ ৩টি মামলা। আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন