কুমিল্লা
শনিবার,১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭
শিরোনাম:
মেয়েকে শেষবার দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন আফ্রিকা প্রবাসী বাবা ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার `বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে’ কুমিল্লা-৬ আসেনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ চান্দিনায় ‘মা’কে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ শচীন দেববর্মনের জন্মভিটায় দুই দিনের মেলা, দাবি পূর্ণাঙ্গ কমপ্লেক্সের কুমিল্লা নগরে চোরের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা নোয়াখালীর শাওন ও চট্টগ্রামের মুরাদের ব্যতিক্রমী পদযাত্রা

কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক সংগঠন ‘প্রভাতী’র উদ্যোগে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে এই ক্যাম্পেইন চলে দুপুর ২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে আয়োজিত এই ক্যাম্পেইনের সহযোগিতায় ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১৫শ জন বিনামূল্যে ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়–গাইনি, মনোরোগ ও কাউন্সেলিং, চর্ম, দাঁতের চিকিৎসা এবং মেডিসিন এই পাঁচটি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ক্যাম্পেইনটি পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল নতুন কুমিল্লাকে বলেন, ‘আজ প্রভাতী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ে ফ্রি চিকিৎসা পাচ্ছে। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে হবে। সে জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, আশা করি আমরা পাশে থাকবো।’

চিকিৎসা সেবা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু নতুন কুমিল্লাকে বলেন, ‘আজকে যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এটা খুব ভালো ছিলো। আমি কয়েকটা জায়গায় দেখালাম উনাদের ব্যবহার ও পরামর্শ খুব ভালো ছিলো। আমি মনে করি এই ধরনের আয়োজন বেশি বেশি দরকার।’

ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হসান নতুন কুমিল্লাকে বলেন, ‘আজকে প্রভাতী কর্তৃক যে মেডিক্যাল ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে, এটা আসলে খুব ভালো ছিল। আমি দুই জায়গায় দেখিয়েছি। ডাক্তারদের পরামর্শ খুব ভালো ছিলো।’

প্রভাতী’র আহ্বায়ক আহমেদ আব্দুল্লাহ তারেক নতুন কুমিল্লাকে বলেন, ‘প্রভাতী কর্তৃক আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং ২০২৫ এর মূল লক্ষ্য ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত সেবা না থাকায় আমরা শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রভাতী প্রতিষ্ঠা করেছি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। প্রায় ১২০০–১৫০০ জন সেবা নিয়েছেন। ভবিষ্যতেও প্রভাতী শিক্ষার্থীদের মৌলিক অধিকার, চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে কাজ করে যাবে।’

আরও পড়ুন