চৌদ্দগ্রামে ইয়াবাসহ আবদুর রহিম নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে ও কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
গ্রেফতারের পর বুধবার (২৯ অক্টোবর) সকালে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহম্মেদ নতুন কুমিল্লাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার ভোর রাতে যৌথবাহিনী উপজেলার করপাটি গ্রামে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে আবদুর রহিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা জব্দ করেন।
ওসি মো. হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে দুপুরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


 
            
                                                                     
				   
				   
				   
				   
				   
				   
				   
				  
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
