বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ৯ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা অধিশাখা) মীর্জা মোহাম্মদ আলী রেজা, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), বাইউস্টের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই অনুষদের অধ্যাপক মোহাম্মাদ সামছুল আরেফিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তহিদুর রহমান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ফাতেমা জোহরা।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) খন্দকার মাহমুদ হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


 
            
                            
                        
				   
				   
				   
				   
				   
				   
				   
				  
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                            

