কুমিল্লা
শুক্রবার,৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ কার্তিক, ১৪৩২ | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭
শিরোনাম:
মেয়েকে শেষবার দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন আফ্রিকা প্রবাসী বাবা ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার `বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে’ কুমিল্লা-৬ আসেনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ চান্দিনায় ‘মা’কে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ শচীন দেববর্মনের জন্মভিটায় দুই দিনের মেলা, দাবি পূর্ণাঙ্গ কমপ্লেক্সের কুমিল্লা নগরে চোরের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা নোয়াখালীর শাওন ও চট্টগ্রামের মুরাদের ব্যতিক্রমী পদযাত্রা

কুমিল্লা নগরীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল:

ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার ঘটনায় কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করেন।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম নতুন কুমিল্লাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান ওরফে বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।

পুলিশ জানায়, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের পরিচয় শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদারতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয় ও কোতোয়ালি থানার সামনেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। পরে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার। এর পরই টনকনড়ে পুলিশ। এরপর অভিযানে নামেন তারা।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের অধিকাংশের বিরুদ্ধে থানায় মামরা রয়েছে।

শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের শেষে বিকেল ৩টা আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন