কুমিল্লা
শনিবার,১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭
শিরোনাম:
দেবিদ্বারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৩ কুমিল্লায় গাছের ওপর ১২ ফুট লম্বা অজগর ‘তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা’ প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তায় যা বললেন ডা. তাহের ধর্মীয় শিক্ষা না থাকায় অজ্ঞতা, কুসংস্কার ও নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ছে মেয়েকে শেষবার দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন আফ্রিকা প্রবাসী বাবা ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার `বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে’ কুমিল্লা-৬ আসেনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

দেবিদ্বারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের জটিকা মিছিলের পর দলের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে তাদেরকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার দুপুরে নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পরে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মোঃ জালাল (২৮), ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে আল আমিন সরকার (৩৮), বুড়িরপাড় গ্রামের মৃত মোহর আলী ছেলে হরমুজ মুহুরী (৫০), আব্দুল মোতালেব এর ছেলে মোশারফ হোসেন (৫৪), সাবেরপুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া(২২), বরাট গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ সুজন (২৬), পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭), মৃত মনছুর আলী ছেলে আবুল কালাম ভোলা (৪০), বক্রিকান্দি গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ রেজাউল করিম (২৭), পৌর এলাকার দক্ষিন ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে যুবলীগ নেতা মোঃ আল আমিন (৪২), দুলাল মিয়ার ছেলে মোঃ সৃজান (১৮), মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ সফিকুল ইসলাম (২৩), আবুল হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪৪)।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানা মামলা দায়েরেরপর রাতে অভিযান চালিয়ে উপজেলা বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৭ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলার আসামী। শনিবার দুপুরে তাদেরকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন