কুমিল্লা
মঙ্গলবার,১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:

দেবিদ্বারে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো মটরসাইকেল আরোহীর

প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে সড়ক দূর্ঘটনায় মোঃ নাজমুল হাসান (২৭) নামের এক মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন।

রোববার (২নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. নাজমুল হাসান উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি মালশিয়া প্রবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকালে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় মটরসাইকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এ সময় মটরসাইকেল আরোহী মো. নাজমুল হাসান নিয়ন্ত্রন হারিয়ে (চট্ট মেট্রো-ঢ-৮১-৩০৩৩) নাম্বারের একটি লড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে নিহত প্রবাসীর মরদেহ লাশ উদ্ধার করা হয়। অভিযুক্ত লড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

আরও পড়ুন