কুমিল্লার রসুলপুর রেলওয়ে ষ্টেশনে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়ন পৌনে তিন কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে টাস্কফোর্স দল অভিযান পরিচালনা করে। এ সময় ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাউল, ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। তবে মালের সঙ্গে কাউকে আটক করা যায়নি।
টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান। এ সময় বিজিবি ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান বলেন, জব্দ-কৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলেও এই কর্মকর্তা জানান।



