কুমিল্লা জেলা প্রশাসক পদে যোগদান করেছেন মু. রেজা হাসান। মঙ্গলবার তিনি অনুষ্ঠানিক ভাবে যোগদান করেছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আপনারা ভুমি, সাস্থ্য, শিক্ষা নিয়ে যে সমস্যা তুলে ধরেছেন তা আমরা নোট করেছি। কুমিল্লার সরকারি কর্মকর্তা, প্রবাসি, অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে আমি এগুলা সমাধান করার চেষ্টা করব। নির্বাচন নিয়ে পূর্বের বিষয়গুলার জন্য দু:খিত এবং সবার সহযোগিতা নিয়ে এবারের নির্বাচন হবে। আপনাদের সংবাদের জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন। অনেক সংবাদপত্রের মধ্যে হয়তো সবার সাথে কথা বলতে পারব না, তবে চেষ্টা করব।
তিনি আরও বলেন, শহরের দূষন, যানজট, কিশোর গ্যাং, খাদ্যের বিষয়ে যে সমস্যা আছে সেগুলা আমরা সমাধান করার চেষ্টা করব। আপনাদের ও সহযোগিতা লাগবে। শহরের যে জায়গা গুলাতে যানজট হয় সে জায়গায় অটো রিকশাগুলোকে ভাগ করে দেওয়া হবে ড্রেসকোডের ভিত্তিতে।
মু. রেজা হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি বিসিএস ২৯তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এক ছেলে ও স্ত্রী নিয়েই তাঁর পরিবার। তিনি রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়।
গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ এর উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় মু. রেজা হাসান কুমিল্লার জেলা প্রশাসক। প্রজ্ঞাপন জারির খুব কম সময়ের ব্যবধানে কুমিল্লা থেকে দায়িত্ব হস্তান্তর করে চলে যান বিদায়ী জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে জেলা প্রশাসকদের বেশিরভাগকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুনদের দায়িত্ব দেওয়া হয়।



