কুমিল্লা
শুক্রবার,২১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭

‘দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনী’

কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ দৌলা বলেছেন, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনী, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশ থেকেও বয়ে এনেছে অভূতপূর্ণ সম্মান।শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ দৌলা বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা যেমন দেশে বরণীয় তেমনি দেশের বাইরেও প্রশংসিত।

সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য যে কোনো ত্যাগ স্বীকার করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনীতির সঙ্গে মিল রেখে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে।

দিবসটি উপলক্ষে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার ৫৫০ জন বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ ১২ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন