কুমিল্লার বুড়িচংয়ে হাইস্কুলের ছাত্রী গুগল ম্যাপ অনুসরণ করে প্রেমিকের বাড়িতে এসে হাজির হয়েছেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামে এই ঘটনা ঘটে। ওই কিশোরী গাজীপুরের শ্রীপুর পুরান বাজার এলাকার ১৪ বছর বয়সী।
গত বুধবার গুগল ম্যাপের মাধ্যমে পথ নির্দেশনা অনুসরণ করে প্রেমিক তুষারের বাড়িতে চলে আসেন। হাবিবা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তুষার স্থানীয় একটি পোলট্রি ফার্মের পরিচ্ছন্নতাকর্মী। সে ওই গ্রামের শফিকুল ইসলাম বাবুর্চির ছেলে। শুক্রবার সন্ধ্যায় তুষারের বোন তিশা আক্তার এই তথ্য নিশ্চিত করেন।
তুষারের বোন তিশা আক্তার জানান, টিকটক ও ফেসবুকের মাধ্যমে তুষার ও হাবিবার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। হাবিবা আমাদের বাড়িতে তাদের বিয়ে পড়িয়ে দেয়া হয়।
প্রেমিকা হাবিবা বলেন, তুষারের সঙ্গে ফেসবুক-টিকটকে পরিচয়। তাকে বিয়ে করার উদ্দেশ্যেই গুগল ম্যাপ দেখে এখানে এসেছেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঘটনাটি আমরা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



