কুমিল্লা
শনিবার,২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৭
শিরোনাম:
আগে দুর্নীতি হতো বস্তাভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে : আব্বাসী ‘দেশের মানুষ শুধু পরিবর্তন নয়, সুশাসনের নিশ্চয়তা চায়’ ‘এখনো সময় আছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিন’ ‘গণভোটের দাবি উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিএনপিতে কোন নেতৃত্বে সংকট নেই: মনিরুল হক চৌধুরী গুগল ম্যাপ অনুসরণ করে বুড়িচংয়ে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী কুমিল্লায় ভূমিকম্পের সময় প্যানিক অ্যাটাকে অজ্ঞান ৮০ নারী কুমিল্লায় ‘৫ হাজার’ মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা কুমিল্লা-৬ আসনে মসজিদে মসজিদে হাজী ইয়াছিনের দোয়া ‘দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনী’

এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার যোবায়ের

‘দেশের মানুষ শুধু পরিবর্তন নয়, সুশাসনের নিশ্চয়তা চায়’

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ আসনের দলীয় মনোনীত প্রার্থী ব্যারিষ্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া বলেছেন, আমরা এমন এক সময়ে রাজনীতি করছি যখন দেশের মানুষ শুধু পরিবর্তন নয়—সুশাসনের নিশ্চয়তা, ন্যায়বিচার, মানবিক রাজনীতি এবং পরিচ্ছন্ন নেতৃত্ব চাচ্ছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ব্যারিষ্টার যোবায়ের বলেন, ২০২৪ এরপরও মানুষের আকাঙ্খা শুধু একটি দলের ক্ষমতার পরিবর্তে আরেকটা দল আসবে এবং ক্ষমতা গ্রহণ করবে তা নয়। মানুষ গদির পরিবর্তন চায় না। মানুষের আকাঙ্খা অনেক বড়। মানুষ সুশাসন, ন্যায় বিচার, নতুন বন্দোবস্ত এবং নতুন রাজনীতি চায়। মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। আমরা নতুন করে বাংলাদেশকে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছি এবং সচ্ছ রাজনীতি পরিচালনার জন্য কাজ করছি।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গঠন করতে চাই যেখানে আপনার নিরাপত্তা থাকবে। যেখানে আপনাকে পুলিশ অযথা হয়রানি করবে না, যেখানে রাজনৈতিক নেতাদের অত্যাচার থাকবে না, ব্যবসা করতে বাড়ি করতে কাউকে চাঁদা দিকে হবে না, সরকারী দপ্তর সেবাগ্রহীতাদের ঘুষ দেয়া লাগবে না। আমরা চাই সবাই স্বাধীনভাসে সমাজে মাথা উঁচু করে বসবাস করবে।

সাংবাদিকদের কাছে সহযোগীতা চেয়ে ব্যারিষ্টার যোবায়ের বলেন, দেশে অনেক বড় দল আছে। আপনারা যদি সবসময় বড় দলের নিউজই করেন, তাদেরকে হাইলাইট করেন। তা হলে ছোট দলেও যে যোগ্য প্রার্থী আছে, তাদেরকে হাইলাইট না করেন, তা হলে মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা আছে, রাজনৈতিক চিন্তা আছে, নতুন বন্দোবস্ত সম্পর্কে ধারণা আছে এবং রাজনীতি করার জন্য যারা উপযুক্ত তারা পিছিয়ে পড়বে। আপনাদের সহযোগীতা ফেলে তারা এড়িয়ে যেতে পারবে। তা হলে দেশ ও মানুষের কল্যানে ভুমিকা রাখতে পারবে। এই জন্য আপনাদের কাছে আহবায়ন থাকবে আমাদের যোক্তিক কথা ও পরিবর্তনের কথাগুলো তোলে ধরুন।

এ সময় কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনের মনোনীত প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের মনোনীত প্রার্থী ড. ইঞ্জি. এম শাহেদুল ইসলাম, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের মনোনীত প্রার্থী মো. শফিউল বাশার ও এবি পার্টির কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন