ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা-১০ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ইয়াছিন আরাফাত বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া প্রয়োজন। দাবি আদায়ে ইসলামিক সমমনা ৮ দলসহ দেশপ্রেমিক নাগরিকদের কর্মসূচি চলমান রয়েছে। অসংখ্য শহীদদের বিনিময়ে যে জুলাই অর্জিত হয়েছে, তা কোন ভাবেই যেন প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য এখনো সময় আছে নির্বাচনের আগে গণভোট দিন। গণভোট আগে দিয়ে জাতীয় নির্বাচন যথাসময়ে করা সম্ভব।’
শনিবার (২২ নভেম্বর) নিজের নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রাকালে উপজেলার দৌলখাঁড় বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ইয়াছিন আরাফাত বলেন, ‘আমার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছেঁড়া হচ্ছে। এই রাজনীতি আর বাংলাদেশে চলতে পারে না। ইতোমধ্যে আমরা আপনাদের বার্তা দিয়েছি।
আমারা বিশ্বাস করি সেটি শুনবেন। এরপরও যদি ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছেঁড়া এবং আমাদের কোন ধরনের প্রচারণায় বাঁধা প্রদান করেন পরবর্তী পরিস্থিতির দায় আপনাদেরকে নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমার নির্বাচনী আসনের যুব সমাজকে আগামীর সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই এবং পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আগামী সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লার বিকল্প নাই।’





