কুমিল্লা
বুধবার,২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৪ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় তারেক রহমানের রাষ্ট্র সংস্কার লিফলেট বিতরণে জনস্রোত কুমিল্লার নতুন এসপি আনিসুজ্জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা মেলা চান্দিনায় এলডিপির অঙ্গ সংগঠনের দুই নেতা বহিষ্কার ভেদাবেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন: মনিরুল হক চৌধুরী কুমিল্লায় বিএনপির ৩১ দফা প্রচারণাসভায় মুহূর্তেই রূপ নিল জনসভায় কুমিল্লায় লঞ্চিং হলো হোন্ডা সিবিআর ১৫০আর ডাবল ডিস্ক এবিএস মডেল মডার্ন হাই স্কুলের বিরুদ্ধে ষড়যত্রের প্রতিবাদ শিক্ষকদের আগে দুর্নীতি হতো বস্তাভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে : আব্বাসী ‘দেশের মানুষ শুধু পরিবর্তন নয়, সুশাসনের নিশ্চয়তা চায়’

চান্দিনায় এলডিপির অঙ্গ সংগঠনের দুই নেতা বহিষ্কার

মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)–এর অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা গণতান্ত্রিক যুবদলের পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ নভেম্বর) তাদের বহিষ্কার করেন সংগঠনের সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর।

বহিষ্কৃতরা হলেন, এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. রাসেল পারভেজ এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাতাঘাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা।

সূত্র জানায়, গত ২৩ নভেম্বর রাতে ইয়াবাসহ রাসেল পারভেজকে আটক করে চান্দিনা থানা পুলিশ। পরদিনই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। অন্যদিকে নাছির উদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ড্রেজিং ব্যবসা ও মারামারি–সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে ২৫ নভেম্বর তাকেও বহিষ্কার করা হয়।

চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর বলেন, ‘আমাদের নেতা এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সকল নেতা-কর্মীকে মাদক, ড্রেজিং ব্যবসা, মানুষকে হেনস্থাসহ সামাজিক বিশৃঙ্খলা ঘটে এমন কোন কাজে যুক্ত না থাকার নির্দেশ দিয়েছেন। যারা এই নির্দেশনা অমান্য করবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হবে। এরই ধারাবাহিকতায় আমরা ওই দুইজনকে দল থেকে বহিষ্কার করেছি।’

আরও পড়ুন