মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)–এর অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা গণতান্ত্রিক যুবদলের পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ নভেম্বর) তাদের বহিষ্কার করেন সংগঠনের সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর।
বহিষ্কৃতরা হলেন, এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. রাসেল পারভেজ এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাতাঘাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা।
সূত্র জানায়, গত ২৩ নভেম্বর রাতে ইয়াবাসহ রাসেল পারভেজকে আটক করে চান্দিনা থানা পুলিশ। পরদিনই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। অন্যদিকে নাছির উদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ড্রেজিং ব্যবসা ও মারামারি–সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে ২৫ নভেম্বর তাকেও বহিষ্কার করা হয়।
চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর বলেন, ‘আমাদের নেতা এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সকল নেতা-কর্মীকে মাদক, ড্রেজিং ব্যবসা, মানুষকে হেনস্থাসহ সামাজিক বিশৃঙ্খলা ঘটে এমন কোন কাজে যুক্ত না থাকার নির্দেশ দিয়েছেন। যারা এই নির্দেশনা অমান্য করবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হবে। এরই ধারাবাহিকতায় আমরা ওই দুইজনকে দল থেকে বহিষ্কার করেছি।’



