কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় হত্যা ও নাশকতার অভিযোগে করা দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত আজ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের এই আবেদনের ওপর আগামী বৃহস্পতিবার নিয়মিত আপিল বেঞ্চে শুনানি হবে বলেও দিন ধার্য করে দিয়েছেন আদালত।

চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির দিন ধার্য করে আজ এ আদেশ দেন।এর আগে গতকাল সকালে খালেদা জিয়ার ছয় মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এছাড়া, নড়াইলের মানহানির একটি মামলায় তার জামিন আবেদন উপস্থাপন হয়নি মর্মে খারিজ করেছেন আদালত।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এসব আদেশ দেন।
মামলা তিনটি হচ্ছে- কুমিল্লায় বাসে অগ্নিসংযোগ করে হত্যার অভিযোগে একটি, কুমিল্লায় নাশকতার অভিযোগে আরেকটি এবং নড়াইলে মানহানির একটি।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী এবং এএম মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখে গত ১৬ মে আদেশ দেন আপিল বিভাগ।
খালেদা জিয়ার কারামুক্তির জন্য উপরের তিনটিসহ মোট ৬টি মামলায় জামিনের প্রয়োজন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আরও পড়ুন