কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

ফখর-সরফরাজে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল পাকিস্তান

পাকিস্তানকে রীতিমতো বিভিষিকা উপহার দিয়েছিলেন নাথাম লায়ন। ৬ বলে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে ঠেলে দিয়েছিলেন খাদের কিনানে। কিন্ত আবুধাবিতে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি তারপরও পাকিস্তান নিজেদের করে নিয়েছে। ফখর জামান ও অধিনায়ক সরফরাজ আহমেদের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লেখে দলটি। এরপর শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ২ উইকেট তুলে নিয়ে সুখানুভূতি নিয়েই দিন শেষ করেছে পাকিস্তান। দুটি উইকেটই নিয়েছেন মোহাম্মদ আব্বাস।

টস জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২৮২ রান সংগ্রহ করে। ৫৭ রানে ৫ উইকেট হারানোর পরও সরফরাজ ও অভিষিক্ত ফখর নৈপুণ্যে তা সম্ভব হয়েছে। তবে দুজনেই সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৯৪ রান করে আউট হয়েছেন দুজনই।

বিপরীতে প্রথম দিন শেষে ২০ রানে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। উসমান খাজা ও নাইট ওয়াচম্যাচ পিটার সিডল ফিরে গেছেন।

নাথান লায়ন ২০তম ও ২২তম ওভারে গুড়িয়ে দেন পাকিস্তানের টপ অর্ডার। তুলে নেন আজহার আলি, হারিস সোহেল, আসাদ শফিক ও বাবর আজমের উইকেট। হারিস সোহেল ১৫ রান করেন। বাকী তিন জন ফিরেন শূন্য রানে। তার আগে শুরুতেই মোহাম্মদ হাফিজকে ফেরান মিচেল স্টার্ক। ফলে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

এরপর হাল ধরলেন অভিষিক্ত ফখর ও সরফরাজ। ষষ্ঠ উইকেটে দুজনে ১৪৭ রান যোগ করেন। কিন্তু ফখরকে অভিষেক টেস্টেই নার্ভাস নাইনটিজে কাটা পড়তে হয়েছে। মারনাস লাবুচানে শিকার হয়ে ফিরেন তিনি। ১৯৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৯৪ রান করে এই ওপেনার।

সপ্তম ও অস্টম উইকেটে যথাক্রমে ২২ ও ২১ রানের দুটি জুটি উপহার দেন সরফরাজ। তিনিও ৯৪ রান করে কাটা পড়েছেন সেই মারনাস লাবুচানের বলে। ১২৯ বলে ৭ চারে ৯৪ রান করেন পাকিস্তান অধিনায়ক। শেষ দিকে ইয়াসির শাহর ২৮ রান ছিল দারুণ কার্যকর।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন নাথান লায়ন। এদিন অস্ট্রেলিয়ার পক্ষে টেস্টে সর্বাধিক উইকেট শিকারে ব্রেট লি ও মিচেল জনসনকে ছাড়িয়ে গেছেন লায়ন। ৩১৪ উইকেট নিয়ে এখন তালিকার চতুর্থ স্থানে লায়ন। তার উপরে থাকা তিন জন হলেন ড্যানিস লিলি (৩৫৫), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও শেন ওয়ার্ন (৭০৮)।

শেষ বিকেলে অস্ট্রেলিয়ার ইনিংসে খেলা হয়েছে মোট ৭ ওভার। প্রথম চার ওভার ভালোভাবে কাটালেও পঞ্চম ওভারে খাজাকে তুলে নেন মোহাম্মদ আব্বাস। পরের ওভারে দিনের শেষ বলে ফিরিয়ে দেন নাইট ওয়াচম্যান পিটার সিডলকে।

আরও পড়ুন