কুমিল্লা
মঙ্গলবার,১৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭

বুড়িচংয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার তিন

প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ ওয়ারেন্টভূক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে।

দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই ইকতার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের মৃত আবদুল হামিদের পুত্র তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সালাম আনিসকে (৫৮) গ্রেফতার করা হয়।

একই রাতে পৃথক আরো অভিযান চালিয়ে উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর এলাকার আবুল হাসেমের পুত্র শরীফুল হাসান (৩২) ও একই এলাকার মৃত নিরঞ্জন দাস এর পুত্র রতন চন্দ্র দাস (৩৪ কে আটক করে। উভয়েই জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি। আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন