একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রবিবার (২ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফজল মীর। হলফনামায় স্বাক্ষর জটিলতার কারণে বাতিল করা হয়েছে মোঃ তাজুল ইসলাম বাবুলের মনোনয়ন।

বৈধ প্রার্থীরা হলো; রেলপথমন্ত্রী মুজিবুল হক, ঐক্যফ্রন্টের ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী নাছিমুল হক, উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি আলহাজ্ব খায়েজ আহাম্মদ ভূঁইয়া, বিকল্পধারার মাওলানা শামছুল হক জিহাদী, গণফোরামের আব্দুর রহমান জাহাঙ্গীর, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওঃ কামাল উদ্দিন ভূঁইয়া।
জেলা জুড়ে নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ শহিদুল ইসলাম নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।





