একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া নির্বাচনী গণসংযোগ করেছেন।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যবসায়িদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি ব্যবসায়িদের হাতে লিফলেট তোলে দেন।
কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
এসময় কুমিল্লা দক্ষিন জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারী আব্দুল কাদের খোকন, উপজেলা সহ-সভাপতি আলী আকবর, মুজাহিদ কমিটির নেতা মাওলানা আব্দুল ওহাব, মাওলানা নুর আহম্মেদ, ডাক্তার গোলাম কিবরিয়া সুমন, আব্দুল কুদ্দুছসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





