কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পথে চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় গুরুতর আহত কলেজ ছাত্র শাহেদ মজুমদার লিশান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত লিশানের খালাতো ভাই মনিরুল হক রাত ৮টায় নতুন কুমিল্লাকে এই তথ্যটি নিশ্চিত করেছেন।
লিশান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা গ্রামের আবদুল মন্নান মজুমদারের একমাত্র ছেলে।
এরআগে গত ৫ নভেম্বর সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সাথে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান লিশাসনের বোন ফারজানা মজুমদার লিজা, ফারহানা মজুমদার টিজা, মা রিজওয়ানা মজুমদার শিল্পী, বোনের শাশুড়ি রুমি বেগম ও ননদ সাদিয়া পাটোয়ারী। ওই ঘটনায় আহত হন লিশান মজুমদার, তার দুলাভাই উদয় পাটোয়ারী ও ভাগিনা সানাদ পাটোয়ারী।
খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস কর্মী ও প্রশাসন আহতদেরকে উদ্ধার শেষে চকরিয়া ও কক্সবাজারের হাসপাতালে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য লিশান মজুমদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বুধবার সকালে তাকে সেখান থেকে ঢাকার নিউরো সাইন্স হসপিটালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এদিকে স্ত্রী ও দুই মেয়ের পর একমাত্র ছেলে লিশানকে হারিয়ে পিতা আবদুল মন্নান মজুমদার বাকরুদ্ধ হয়ে পড়েছেন।



