কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

চৌদ্দগ্রামে হোমিও ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করায় খুশি (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত খুশি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার এলাকার নোয়াপাড়া গ্রামের দিনমজুর মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।

এ খবর চাদিকে ছড়িয়ে পড়লে অভিযুক্ত হোমিও ডা. বেলাল হোসেন তার সেম্বার ছেড়ে পালিয়ে গেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশু খুশি ঠান্ডাজনিত সমস্যায় ভুগল ছিলো। গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের হোমিও চিকিৎসালয় তাহের হোমিও হলের ডা. বেলাল হোসেনের চেম্বারে নিয়ে আসলে ডাক্তার সেফট্রোন-৫০০ এমজির ইনজেকশন শিশুটির শরীরে পুশ করে।

আজ শুক্রবার (১১ জানুয়ারি) সকালে ১টি এবং একই দিন বিকেলে আরেকটি সেফট্রোন-৫০০ পুশ করা হয় শিশুটির শরীরে। বিকেলে শিশুটির শরীরে ইনজেকশনটি পুশ করার ৫ মিনিটের মধ্যেই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।

তাৎক্ষনিক শিশুটিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। কান্নায় ভেঙ্গে পড়ে নিহত শিশুর মা-বাবাসহ আত্মীয় স্বজনরা।

এব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাছির উদ্দিন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে বলেন,  নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান বলেন, হোমিও ডাক্তার কর্তৃক এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার যৌক্তিকতা নেই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত হোমিও ডাক্তার বেলাল হোসেনকে (০১৮১৭-৩৫২৭৮৮) ফোন দেয়া হলে দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন