কুমিল্লা
শুক্রবার,১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ কার্তিক, ১৪৩২ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে সরস্বতী উৎসব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কাঠাল তলায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিমা স্থাপন, দেবী আর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পূজা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদের সভাপতি দুর্জয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড.দুলাল চন্দ্র নন্দী, একাউটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বপন চন্দ্র মজুমদার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক পার্থ চক্রবর্তী, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সাথী রানী কুন্ডু এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।

আরও পড়ুন