কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লায় হাইওয়ে হোটেলে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আটক ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার এলাকায় অবস্থিত হাইওয়ে ইন হোটেলে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই কর্মচারিকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলো; হোটেলের সহকারী বাবুর্চি শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ রুবেল (২২) ও হোটেলের মালি সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ সাকিল (১৮)।

র‌্যাব-১১ এর সিপিসি কোম্পানী-২ কুমিল্লার এএসপি মোঃ মহিতুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাবের একটি দল হোটেলের পেছনে কর্মচারীদের থাকার জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ হোটেল কর্মচারি রুবেল ও সাকিলকে আটক করা হয় বলে তিনি জানান।

আরও পড়ুন