কুমিল্লার বুড়িচংয়ে বাসচাপায় হাজী মো. রমিজ উদ্দিন মাস্টার নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নিমসার বাজার এলাকায় শনিবার (১০ আগস্ট) রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন মাস্টার বুড়িচং উপজেলার মোকাম মধ্যপাড়া গ্রামের মৃত হাজী আবিদ আলীর ছেলে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিন কাদির নতুন কুমিল্লা.কমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস রমিজ উদ্দিনকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।





