কুমিল্লায় অনুমোদনহীন একটি হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারের অভিযান চালিয়েছে আর্থিক জরিমানাসহ হাসপাতালটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আরও পড়ুন>>> কুমিল্লায় খারসহ বৃদ্ধাকে কবরস্থানে রেখে গেলেন স্বজনরা!
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান পরিদর্শনে গিয়ে নিউ চান্দিনা মেডিকেল সেন্টার ও মাহি ডিজিটাল ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন সেন্টারে বিভিন্ন অনিয়মসহ অনুমোদ ছাড়া ব্যবসা পরিচলনার দায়ে এটি প্রতিষ্ঠানকে আর্থিক জনরমানসহ বন্ধ ঘোষণা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুন>>> ডেঙ্গু জ্বরে চান্দিনার নববধূর মৃত্যু
স্থানীয় সূত্র জানায়, অনুমতিবিহীন ব্যবসা পরিচালনার দায়ে চান্দিনা থানা রোডের ডা. জয়নাল সুপার মার্কেটে অবস্থিত ‘নিউ চান্দিনা মেডিকেল সেন্টার’ নামে প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা এবং মাহি ডিজিটাল ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমান আদালত।
এ সময় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক সহ চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।





