কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশ সদস্য ও থানায় আগত ব্যক্তিদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে থানার প্রধান ফটকে স্বয়ংক্রিয় জীবাণুনাশক চেম্বার উদ্বোধন করেছেন।
আজ সোমবার (৪-মে) বিকেলে ওই স্বয়ংক্রিয় জীবাণুনাশক চেম্বার উদ্বোধন করেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
এ সময় (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সাধারণ মানুষকে সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রেখে থানায় গেইট দিয়ে যাওয়ার সময় এ জীবাণুনাশক চেম্বার ভিতর ডুকে নিজকে জীবাণুমুক্ত করবেন।
পাশাপাশি নিজে সুস্থ থাকুন, পরিবার ও দেশকে এ মরন ব্যাধী ভাইরাস থেকে মুক্ত রাখার আহবান করেন তিনি।





