কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিপন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত শিপন উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের আমির হোসেনের ছেলে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
আজ রোববার (১০ মে) বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
মৃতদেহ আগামীকাল সোমবার (১১ মে) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান।





