কুমিল্লা
মঙ্গলবার,১৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় ২৪ ঘন্টায় আরও ৫ জনের করোনা সনাক্ত, আক্রান্ত বেড়ে ১৫৬

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টার মধ্যে কুমিল্লায় আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৬ জন।

নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরীর একজন, কুমিল্লা মেডিকেল কলেজে একজন, নাঙ্গলকোটে ২ জন ও চান্দিনা উপজেলার একজন রয়েছে।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এদিকে, কুমিল্লায় করোনা জয় করে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ জন। তবে নতুন করে কেউ সুস্থ্য হননি। আর এই পর্যন্ত মারা গেছেন ৭ জন। এর মধ্যে নতুন করে কেউ মারা যাননি।

আজ সোমবার (১১ মে) দুপুর ২ টার দিকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।

জেলা সিভিল সার্জন জানান, সোমবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫১৬ জনের জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৯১ জনের। এদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৫৬ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ জন। আর মারা গেছেন ৭ জন।

আরও পড়ুন