কুমিল্লা
বুধবার,১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ পৌষ, ১৪৩২ | ২৪ রজব, ১৪৪৭
শিরোনাম:

দেবিদ্বারে ১০ হাজার পরিবারে খাদ্য সহায়তা দিচ্ছে ঢাকা গ্রুপের এমডি আবুল কালাম আজাদ

কুমিল্লার দেবিদ্বারে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ।

আজ সোমবার (১১ মে) সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার নবীয়াবাদে কুমিল্লা মডেল কলেজের মাঠে থেকে ওই কার্যক্রম শুরু করেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০টি কাভার্ডভ্যান যোগে ওই খাদ্য সহায়তা পৌঁছানোর কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি নিম্ন মধ্যবিত্তদের জন্য ঢাকা গ্রুপের সৌজন্যে আরও ১০ হাজার পরিবারে ভর্তুকিতে ৫শ টাকায় ২০ কেজি চাল বিতরণের কার্যক্রম এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের পরিবার কলেজের হটলাইন নম্বরে ফোন করে সহায়তা চাইলে তাদের নাম-পরিচয় গোপন রেখে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, এড. মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন,

বরকামতা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. বশির আহম্মেদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মেম্বার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার, উপজেলা কৃষকলীগ সদস্য সচিব সেলিম ভূইয়া, আওয়ামীলীগ নেতা শাহআলম, তপন দত্ত, কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মো. মামুনুর রশিদ প্রমুখ।

তার এই খাদ্য সহায়তায় রয়েছে ৮ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি মুসুরী ডাল, ২ কেজি আলু ও ১ কেজি মটর ডাল রয়েছে।

আরও পড়ুন