গত ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে আরও ৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১৫৯ জন।
নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরীতে একজন, লাকসামের একজন ও দেবিদ্বার উপজেলার একজন রয়েছেন।
এদিকে, কুমিল্লায় করোনার ছোবলে নতুন করে মৃত্যু হয়েছে একজনের। এদিয়ে জেলায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
এছাড়া জেলায় করোনা জয় করে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন। এর মধ্যে নতুন করে লাকসামের একজন সুস্থ্য হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ মে) দুপুর সোয়া ২ টার দিকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।
তিনি জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৭৪৩ জনের জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ১৫২ জনের।
এদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৫৯ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন। আর মারা গেছেন ৮ জন।





