কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লায় ভোক্তা অধিকার অ‌ভিযানে ৪ প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা

নিত্যপ‌ণ্যের বাজার স্থি‌তিশীল র‌াখ‌তে কুমিল্লার দু’টি বাজারে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন অভিযোগে ৪ প্র‌তিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মো.আছাদুল ইসলা‌ম।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


তিনি জানান, রমজানের ১৮তম দি‌নে নিত্যপ‌ণ্যের দাম স্বাভা‌বিক রাখ‌তে কু‌মিল্ল‌ার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার ইয়া‌ছিন মা‌র্কেট ও টমছম ব্রিজ বাজা‌রে তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় উক্ত এলাকার দোকানগু‌লোর নিত্যপ‌ণ্যের পাইকারী ক্র‌য়ের র‌সিদ যাচাই করা হয়, সরকার ঘো‌ষিত নি‌ষিদ্ধ পণ্য যাচাই করা হয় ও দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন করা আ‌ছে কিনা তা তদার‌কি করা হয়। অ‌ভিযা‌নে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে মোট ৪টি প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ১৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

তিনি জানান, আজ‌কের অ‌ভিযা‌নে এ দুই বাজা‌রে মাই‌কের মাধ্য‌মে দৃশ্যমান স্থা‌নে প‌ণ্যের মূল্য তা‌লিকা প্রদর্শন, কারসা‌জি ক‌রে প‌ণ্যের দাম বৃ‌দ্ধি না কর‌তে, পাইকা‌রি ক্র‌য়ের ভাউচার সংরক্ষণ ও শা‌রী‌রিক দূরত্ব বজায় রে‌খে পণ্য ক্রয়-‌বিক্র‌য়ের অনু‌রোধ করা হয়। জনস্বা‌র্থে এ তদার‌কি অ‌ভিযান অব্যাহত থাক‌বে বলে জানান তিনি।

আরও পড়ুন