করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হোমনা উপজেলার ২০০ অসহায় নারী- পুরুষকে খাদ্য সহায়তা দিল আশা এনজিও।
আশা হোমনা ব্রাঞ্চ অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার (১২ মে) উপজেলা পরিষদ মাঠে অসহায়দের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
এ সময় আশার জেলা ম্যানেজার মো. আব্দুল আহাদ, হোমনা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ সালেহ উদ্দিন, হোমনা ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল হোসেন, সিনিয়র সহকারী ম্যানেজার মোঃ জসীম উদ্দিন,
লোন অফিসার মো. আবু হানিফ প্রমুুখ উপস্থিত ছিলেন। ২০০ জনের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল ও এক কেজি লবন প্রদান করা হয়।





