করোনার হটস্পট ও রেড জোন হিসেবে চিহ্নিত কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত বেড়েই চলছে। মৃত্যুর সংখ্যাও থেমে নেই। আজ মঙ্গলবার (৯ জুন) জেলা স্বাস্থ্য বিভাগে সূত্র মতে জেলার মনোহরগঞ্জ ও সদর দক্ষিণ উপজেলায় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৫১৪ জনের করোনা শনাক্ত হলো।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান নতুন কুমিল্লাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত হয়েছে ৫৮ জন। সুস্থ হয়েছে ১৮ জন আর মৃত্যু হয়েছে ২ জনের।
নতুন আক্রান্তরা হলেন, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২৯ জন, বরুড়ায় ৯ জন, মনোহরগঞ্জে ২ জন, দাউদকান্দিতে ৪ জন, তিতাসে ৫ জন, বুড়িচংয়ে জেন, চৌদ্দগ্রামে ২ জন ও নাঙ্গলকোট উপজেলায় ১জন। এ নিয়ে জেলার ১৭ উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৪ জনে।
যারা সুস্থ হয়েছেন তারা হলেন, নাঙ্গলকোটে ৭ জন, বুড়িচংয়ে ৬ জন, চৌদ্দগ্রামে ২জন, বরুড়ায় ২ জন ও তিতাস উপজেলায় ১ জন রয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২৫৮ জন।
নিহতরা হলেন, জেলা মনোহরগঞ্জে জন ও সদর দক্ষিণে ১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।





