কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চৌদ্দগ্রাম ও দেবিদ্বার উপজেলায় আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ৫২ জনে দাঁড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ১১১ জনের দেহে সনাক্ত হয়েছে করোনাভাইরাস। যার ৩৭ জনই কুমিল্লা নগরীর বাসিন্দা। এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১ হাজার ৯৫৭ জনে দাঁড়িয়েছে।

জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন এক ১ হাজার ৯৫৭ জন। আজ রোববার (১৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত কুমিল্লার ১৭ উপজেলা থেকে ১৪ হাজার ৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২ হাজার ৪৭৭ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ১ হাজার ৯৫৭ জনের। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৮৪ জন। মৃত্যু বরণ করেছেন ৫২ জন।





