কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

বরুড়ায় করোনা উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানসহ দুই জনের মৃত্যু

নিহত চেয়ারম্যান বিল্লাল হোসেন

বরুড়া উপজেলার দক্ষিন শিলমুড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার জুন ব্রেইন স্টোক ও করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

আজ সোমবার (১৫ জুন) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে মারা যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

চেয়ারম্যান বিল্লাল হোসেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতি’র সভাপতি দায়িত্ব পালন করে আসছেন।

শিলমুড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জুলফুর রহমান জানান, গত ১১ জুন ব্রেইন স্টোক ও করোনায় আক্রান্ত হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

তার মৃত্যুতে বরুড়ায় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর খবরে বরুড়া আওয়ামীলীগ, বিএনপি ও কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতি শোক প্রকাশ করেছে।

অন্যদিকে বরুড়া গ্রামের নুরুল ইসলাম তালুকদার (চান্দিনা রোড শামসুল হক সর্দার বাড়ি) করোনা উপসর্গ নিয়ে সোমবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টায় ইন্তেকাল করেন। তিনি গত ৪ দিন আগে নমুনা দিয়ে ছিলেন।

আরও পড়ুন