কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছিলেন মাদক ব্যবসায় ফারুক (৪০)।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ৭ ফুট লম্বা গাঁজার গাছটি জব্দ করে। কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুড়িচং উপজেলার দেবপুর শরিফপুর এলাকার সাবান কবিরাজের ছেলে ফারুক দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে গাঁজা গাছটি জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ফারুক পরিবারসহ পালিয়ে যায়। এ ঘটানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
মাদক কারবারী ফারুকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।





