কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

চান্দিনায় গাঁজাসহ চার মাদক ব্যবসায়ি গ্রেফতার

কুমিল্লায় চান্দিনায় ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারা হলেন, দিনাজপুর সদর উপজেলার আহাম্মদ আলী ছেলে মোঃ নাহিদ হাসান নাসিম (১৯), আবদুস সাত্তার ছেলে মোঃ মানিক হাসান (১৮), আবুল কাশের ছেলে মোস্তাকিম (১৯), কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার পশ্চিম চান্দলা গ্রামের হারুন মিয়া ছেলে মোঃ লিটন (৪৪),

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ নতুন কুমিল্লাকে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পৌরসভা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বেগে তল্লাশী করে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন