কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

মতিন খসরুর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাশেম খাঁন এমপি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন। কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান শুক্রবার (২৫ জুন) বিকালে নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২০ জুন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করেন। ২৩ জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পলে ওই আসনে আবুল হাশেম খাঁন এক প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার (২৪ জুন) প্রতীক বরাদ্দের দিন নৌকার প্রার্থী হাশেম খানকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।

ডিসি মো. কামরুল হাসান আরও বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমরা আওয়ামীলীগ প্রার্থী হাশেম খাঁনকে চিঠির মাধ্যমে তার জয়ের বিষয়টি নিশ্চিত করি।

বিজয়ীয়ের সংবাদের শুক্রবার (২৫ জুন) বিকালে আবুল হাশেম খাঁন জাগো নিউজকে বলেন, আমি প্রথমেই শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী প্রতি। যিনি আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আমার এ বিজয় আমি বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীকে উৎসর্গ করলাম।

তিনি আরো বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রয়াত সাংসদ অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করব। এ ছাড়াও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সবে অগ্রাধিকার ভিত্তিতে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় উপজেলায় জনদুর্ভোগ সম্পকৃত সকল সমস্যা সমাধান করবো। এ ক্ষেত্রে জেলা তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর এবং স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা চেয়ে ছেন।

উল্লেখ্য- কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন