কুমিল্লা দেবিদ্বারে পানিতে ডুবে মিন হাজুল আবেদীন স্নিগ্ধ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
নিহত মিন হাজুল দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসানের শ্যালক।
রাকিব হাসান বলেন নতুন কুমিল্লাকে বলেন, শুক্রবার দুপুরে আমার স্ত্রীর আপন ভাই রুদ্র ও তার চাচাতো ভাই স্নিগ্ধ গোসল করতে পুকুরে নামে। এ সময় তারা সাঁতার নিয়ে প্রতিযোগিতা শুরু করে।
স্নিগ্ধ ও রুদ্র সাঁতার কেটে পুকুরের ওই পাড়ে যায়। পরে ফিরে আসার সময় হঠাৎ করে স্নিগ্ধ পুকুরের পানিতে তলিয়ে যায়। সে খান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা স্নিগ্ধ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার মরদেহ রংপুরের বদরগঞ্জে নিজ বাড়িতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে ইউএনও রাকিব হাসান জানান।
দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) সমি উদ্দিন নতুন কুমিল্লাকে জানান, খবর পেয়ে ইউএনও মহদয়ের বাসায় গিয়েছি। মিন হাজুল আবেদীন স্নিগ্ধের মৃত্যুতে কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।





