কুমিল্লা
মঙ্গলবার,১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭

মুরাদনগরে মানবপাচার-পতিতাবৃত্তির অভিযোগে গ্রেফতার-৬

কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানব পাচারের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান নতুন কুমিল্লাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, উপজেলার চাপিতলা গ্রামের শাহ পরান (২১), মুরাদনগর সদরের নাঈম আহমেদ (১৮), রানীমুহুরী গ্রামের রাকিব (১৮), চাপিতলা গ্রামের রুমা আক্তার (১৯), রাণীমুহুরী গ্রামের সাদিয়া (১৯), ও নবীপুর পশ্চিম পাড়ার নুরুন্নাহার (২০)। তবে এই ব্যবসার মূল হোতা লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন অভিযানের আগেই পালিয়ে যান।

স্থানীয়রা জানায়, বিল্লাল হোসেন ও তার স্ত্রী লুনা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকার একটি ফ্ল্যাটে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগেও তারা একাধিকবার তাদের গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে হোমনা উপজেলার রামকৃষ্ণপুর এলাকার খাদিজা আক্তার বাদী হয়ে সোমবার রাতে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, মানবপাচার ও পতিতাবৃত্তি ব্যবসার অভিযোগে ৮ জনকে আসামীকরে মামলা করা হয়েছে। মূল হোতা বিল্লাল হোসেন ও তার স্ত্রী লুনাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন