কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাংবাদিক ওমর ফারুকী তাপসের মায়ের ইন্তেকাল

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সহ সভাপতি ও সিটিভি নিউজ’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ওমর ফারুকী তাপসের মা রওশন আরা বেগম ইন্তেকাল করেছেন। সোমবার (১৪ জানুয়ারি) ভোর ৫.৫০ মিনিটের সময় কুমিল্লা মহানগরীর মোগলটুলিস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিলাহি ওয়াইন্না-ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। রওশন আরা বেগম বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। বাদ জোহর মোগলটুলি শাহ সুজা মসজিদে নামাজে জানাযা শেষে বিষ্ণুপুর কাজির পুকুর পাড় কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক নেতা ওমর ফারুকী তাপসের মায়ের মৃত্যুতে কুমিল্লায় কর্মরত সকল সংবাদিরা শোক প্রকাশ করেছেন।

এদিকে পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লার দায়িত্বশীল ও পাঠক প্রিয় নিউজ পোর্টাল ‘নতুন কুমিল্লা’র পরিবার।

আরও পড়ুন