কুমিল্লার বুড়িচংয়ে গলায় ফাঁ স দিয়ে জামাল হোসেন (৩৩) নামে এক যুবক আ ত্মহ ত্যা করেছেন। মঙ্গলবার (২৩ জুলাই) মধ্যরাতে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁ স দিয়ে আ ত্মহ ত্যা করেন।
নিহত জামাল হোসেন উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর মিয়াজী বাড়ির আব্দুল রহিমের মেজো ছেলে। তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
মোকাম ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুন্সি নতুন কুমিল্লা.কমকে জানান, জামাল দীর্ঘদিন ধরে মা নসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে তার কলহ চলছিলো।
এ জেরে স্ত্রী বাবার বাড়ি চলে যান। পরে তার অন্যত্র বিয়ে হয়ে যায়। এতে তিনি মা নসিকভাবে আরও ভেঙে পড়েন। মূলত এ কারণেই জামাল আ ত্মহ ত্যা করতে পারেন বলে ধারণা করছেন এ জনপ্রতিনিধি।





