ফুটবল খেলা নিয়ে কুমিল্লা জিলা স্কুলে সং ঘ র্ষে র ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা। এ ঘটনায় জিলা স্কুল এলাকায় আ ত ঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ সং ঘ র্ষে র ঘটনা ঘটে।
সোমবার ছিল ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। কুমিল্লা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বী ছিল কুমিল্লা লালমাই উপজেলার হরিশ্চর হাইস্কুল বনাম দাউদকান্দি উপজেলার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়।
খেলায় এক গোলে লালমাই হরিশ্চর হাইস্কুল চ্যাম্পিয়ন হয়। এই গোলে রেফারি দেলোয়ার হোসেনের পক্ষপাতের অভিযোগে দাউদকান্দির এক সমর্থক রেফারিকে আ ঘা ত করে। এ সময় কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র হাসান বিন অলি রেফারিকে উদ্ধার করে নিয়ে আসে।
এতে ক্ষুব্ধ হয়ে দাউদকান্দির শিক্ষার্থীরা ওই ছাত্রকে বেদম মা র ধ র করে। এতে জিলা স্কুলের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে দাউদকান্দির ছাত্রদের ওপর হা ম লা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে দাউদকান্দির স্কুল শিক্ষার্থীরা পুলিশ প্রহরায় কুমিল্লা শহর ত্যাগ করেন।





