করোনা ভাইরাসের শঙ্কায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমে গেছে রোগীর সংখ্যা। ৫০ শয্যার সরকারি হাসপাতালে মাত্র ১১ জন রোগী ভর্তি রয়েছেন।
সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, যে সময়টাতে রোগীদের আগমনে হাসপাতাল থাকত সরগরম, সেখানে খাঁ খাঁ করছে ৫০ শয্যার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পুরো হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ৩, মহিলা ও শিশু ওয়ার্ডে ৭ এবং ডায়েরিয়া ওয়ার্ডে ১জন রোগী ভর্তি রয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মবিন বলেন, করোনা আতঙ্কে গত ৩/৪ তিন যাবত রোগীরা কম আসছেন হাসপাতালে। সরকারি হাসপাতালে যারাও আসছেন তারা জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন।
বর্তমানে করোনা পরিস্থিতিতে ব্রাহ্মণপাড়ায় উপজেলার মানুষের মধ্য জনসচেতনতা সৃষ্টি হয়েছে। যার ফলে রোগীদের উপস্থিতি কমে গেছে। তবে আমাদের চিকিৎসক ও নার্সরা সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও সেবা দিয়ে যাচ্ছি।
আমরা মনে করি এটা আমার দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা সবার সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।





