কুমিল্লা থেকে নতুন কোন সন্দেহজনক করোনা আক্রান্ত পাওয়া যায় নি। ফলে পরীক্ষার জন্য কারো নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয় নি।
নতুন কুমিল্লা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন।
তিনি জানান, নতুন কাউকে মঙ্গলবার (২৩ মার্চ) পর্যন্ত সন্দেহজনক পাওয়া যায় নি। এ কারণে কারো নমুনাও সংগ্রহ করা হয় নি এবং ঢাকাও পাঠানো হয় নি। ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন জানান, ৭ জন চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসক দল ২৪ ঘন্টা কুমিল্লা জেলা সদরের কন্ট্রোল রুমে হটলাইনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে। এ ছাড়া প্রত্যেক উপজেলায় হটলাইন চালু আছে। তারাও সেবা দিচ্ছে।
উল্লেখ, ইতিপূর্বে কুমিল্লা জেলা থেকে ৭ জনকে সন্দেহজনক মনে হওয়া তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সবার পরীক্ষার ফল নেগেটিভ আসে।





