কুমিল্লা
সোমবার,১২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ পৌষ, ১৪৩২ | ২২ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় করোনা সন্দেহজনক নতুন কাউকে পাওয়া যায় নি

কুমিল্লা থেকে নতুন কোন সন্দেহজনক করোনা আক্রান্ত পাওয়া যায় নি। ফলে পরীক্ষার জন্য কারো নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয় নি।

নতুন কুমিল্লা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন।

তিনি জানান, নতুন কাউকে মঙ্গলবার (২৩ মার্চ) পর্যন্ত সন্দেহজনক পাওয়া যায় নি। এ কারণে কারো নমুনাও সংগ্রহ করা হয় নি এবং ঢাকাও পাঠানো হয় নি। ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন জানান, ৭ জন চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসক দল ২৪ ঘন্টা কুমিল্লা জেলা সদরের কন্ট্রোল রুমে হটলাইনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে। এ ছাড়া প্রত্যেক উপজেলায় হটলাইন চালু আছে। তারাও সেবা দিচ্ছে।

উল্লেখ, ইতিপূর্বে কুমিল্লা জেলা থেকে ৭ জনকে সন্দেহজনক মনে হওয়া তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সবার পরীক্ষার ফল নেগেটিভ আসে।

আরও পড়ুন